তারকাদের জীবন নিয়ে জানার কৌতূহল থাকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। প্রিয় তারকার ছোটবেলা, পরিবার, প্রেম-ভালোবাসা কিংবা ক্যারিয়ার―নানা বিষয়ে জানতে চান দর্শকরা। আর আধুনিক এই সময়ে তারকারাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এ কারণে সহজেই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আপডেট থাকতে পারেন তারা।